______ফিরোজা সামাদ______
মৌনতার চাদরে জড়ানো মানবতা
জুবুথুবু পড়ে থাকে একপাশে,
উলঙ্গ নৃত্যকরে বেড়ায় নিষ্ঠুরতা !!
কতোক্ষণ দেখবে নৃত্য
মানবতার হাত পা বেঁধে রেখে ?
অামরা কি ভিরু কা-পুরুষ ?
মানুষ নই ?
তাহলে মরছিনা কেনো?
কা-পুরুষ মরে প্রতি মুহুর্তে
মানুষ তো মরে একবারই !
অামি একবার মরতে চাই,
বার বার, প্রতিমুহূর্তে নয়,
যতোই অাসুক পিশাচের দল !
হে নবীন হও অাগুয়ান,
তোমরাই পারবে রাক্ষস দমনে
বলিষ্ঠ মনে নিরস্ত্র হাতিয়ারে !
রক্তপিপাসু রাক্ষসের শিরোচ্ছেদ হোক
তোমাদের হুঙ্কারে
হাতে হাত রেখে মানবতার বাঁধনে
জড়িয়ে নাও অাজকের তারুণ্যের
বিজয় কেতন !!