
নিউজ ডেক্স : ইট ভাটায় কাঠের ব্যবহার নিষিদ্ধ থাকার পরও কাঠ জ্বালিয়ে আসছিল ‘জিবি ডব্লিউ’ নামে একটি কোম্পানি। শনিবার (২৪ নভেম্বর) আড়াইটার দিকে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়ন এলাকায় ওই ইট ভাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
এসময় তিন ট্রাক কাঠ জব্দ করে মালিককে আইন মেনে ইট তৈরি করার নির্দেশ দেন হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।

তিনি বলেন, গাছ কেটে ইট ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন-২০১৩ অনুসারে সম্পূর্ণ নিষেধ। এরপরও ওই প্রতিষ্ঠানের মালিক পরিবেশ ধ্বংস করে ইট প্রস্তুত করে আসছিল। তাই কাঠগুলো জব্দ করে পরবর্তীতে আর ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner