এলনিউজ২৪ডটকম : আজ ১২ ডিসেম্বর সোমবার ঐতিহ্যবাহী চুনতীতে ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সঃ) মাহফিলের ২য় দিবস। চুনতী শাহ মঞ্জিল সীরাত ময়দানে এ মাহফিল চলছে।
বাদ আছর অধিবেশনে সভাপতিত্ব করবেন সাতকানিয়ার রসূলাবাদ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু নঈম ছিদ্দিক। “ইসলামে সালামের গুরুত্ব ও সালামের জবাব দানের পদ্ধতি বর্ণনা” বিষয়ে ওয়ায়েজ করবেন বড়হাতিয়া আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা জালাল উদ্দীন।
বাদ মাগরিব অধিবেশনে “কুরআন ও হাদীসের আলোকে তাসাউফের প্রয়োজনীয়তা। শরীয়ত ভিত্তিক তরীক্বতের স্বরূপ বর্ণনা” বিষয়ে ওয়ায়েজ করবেন আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবী) মাওলানা আবদুস সোবহান ও “মুনাফিকের আলামত, ইসলামের ক্ষতি সাধনে মুনাফিকদের অপতৎপরতার স্বরূপ উন্মোচন” বিষয়ে ওয়ায়েজ করবেন চট্টগ্রাম দারুল মা’আরিফ আল্ ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ফরিদ আহমদ।
অনুষ্ঠিতব্য অধিবেশনে যথাসময়ে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের নেকী হাসিল করার আহবান জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ।