Home | লোহাগাড়ার সংবাদ | আজ চুনতী সীরতুন্নবী (সঃ) মাহফিলের ৬ষ্ঠ দিবস

আজ চুনতী সীরতুন্নবী (সঃ) মাহফিলের ৬ষ্ঠ দিবস

66

এলনিউজ২৪ডটকম : আজ ১৬ ডিসেম্বর শুক্রবার ঐতিহ্যবাহী চুনতীতে ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সঃ) মাহফিলের ৬ষ্ঠ দিবস। চুনতী শাহ মঞ্জিল সীরাত ময়দানে এ মাহফিল চলছে।

বাদ জুমা অধিবেশনে সভাপতিত্ব করবেন বিশিষ্ট গবেষক ও ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব আহমুদুল ইসলাম চৌধুরী। “মৃত্যুর যন্ত্রণা ও আলমে বরযখের বিবরণ” বিষয়ে ওয়ায়েজ করবেন হ্নিলা জমিরিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফিরদাউস ও “মদীনা হিজরাতের সংক্ষিপ্ত বিবরণ, হিজরী সাল প্রবর্তনের ঐতিহাসিক প্রেক্ষাপট” বিষয়ে ওয়ায়েজ করবেন বাঁশখালী হামিদিয়া রহিমা আলিয়া মাদ্সার উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম।

বাদ আছর অধিবেশনে “সন্ত্রাস ও জঙ্গীবাদ বনাম ইসলামের শ্বাশ্বত শিক্ষা” বিষয়ে ওয়ায়েজ করবেন চুনতি ফাতেমা বতুল মহিলা সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা হেলাল উদ্দীন।

বাদ মাগরিব অধিবেশনে সভাপতিত্ব করবেন খ্যাতনামা বিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. শমসের আলী। “নবী করীম (স.)- এর চরিত্র মাধুর্য আলোচনা” বিষয়ে ওয়ায়েজ করবেন পটিয়া আল জামেয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব শাহ মাওলানা মুহাম্মদ তৈয়ব, “পিতা-মাতা, সন্তান-সন্ততির পারস্পরিক অধিকার সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি” বিষয়ে ওয়ায়েজ করবেন কদমতলী বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু তৈয়ব ও “ইসলামের দৃষ্টিতে হালাল ও হারামের বিধান” বিষয়ে ওয়ায়েজ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু দাউদ মুহাম্মদ মামুন।

অনুষ্ঠিতব্য অধিবেশনে যথাসময়ে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের নেকী হাসিল করার আহবান জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!