সাতকানিয়ার করইয়ানগর বাহাদুরপাড়া শাহী জামে মসজিদ ও রেনেসাঁ ইয়ং স্টার ক্লাবের যৌথ উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল আজ শুক্রবার (১০ জানুয়ারি) বাদে আছর হতে অনুষ্ঠিত হবে।
মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করবেন ব্যবসায়ী ও সমাজসেবক ফরিদুল আলম কোম্পানী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি নেতা মুজিবুর রহমান। মাওলানা মুফতি গোলাম কবির আজহারী প্রধান মুফাচ্ছিল, মাওলানা মহিউদ্দিন মাহবুব প্রধান ওয়ায়েজ ও মাওলানা মুফতি হাবিবুল ওয়াহেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠিতব্য তাফসীরুল কোরআন মাহফিলে দলমত নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন রেনেসাঁ ইয়াং স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম. নেওয়াজ হোসাইন নিষাদ ও রাইজিং সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। প্রেস বিজ্ঞপ্তি