ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | আইনজীবী সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি

আইনজীবী সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি

এলনিউজ২৪ডটকম: উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মুজিবুর রহমান। শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর লোহাগাড়া চুনতি ফারাঙ্গা এলাকায় আইনজীবী আলিফের কবর জিয়ারত শেষে মতবিনিময়কালে এই দাবি জানান।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি বসির উদ্দিন, সেলিমুল ইসলাম, সবেক ছাত্রনেতা তসলিম উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ শফি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, সাতকানিয়া উপজেলা যুবদলের আহবায়ক মো. ইলিয়াছ, লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম, সাতকানিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

পরে মুজিবুর রহমান উপজেলা সদরের দরবেশহাট রোডস্থ টেন্ডল পাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাসভবনে এসে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!