ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | অস্বাভাবিক হারে বাড়ছে যমুনার পানি

অস্বাভাবিক হারে বাড়ছে যমুনার পানি

নিউজ ডেক্স: উজানে ভারী বৃষ্টিপাতের কারণে বগুড়ায় যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি পয়েন্টে পানি বেড়েছে ৯৯ সেন্টিমিটার।

এতে নদীতীরবর্তী এলাকায় ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে এবং নিম্নাঞ্চলের ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সারিয়াকান্দি উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির জানান, উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে গত রোববার (৫ অক্টোবর) থেকে যমুনার পানি বাড়তে শুরু করে।

তিনি বলেন, মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি ৯৯ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে নদীর পানি বিপৎসীমার ১৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

হুমায়ুন কবির আরও বলেন, যমুনার পানি অস্বাভাবিক হারে বাড়লেও এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। আগামী দু-একদিন পানি বাড়তে পারে, তবে বন্যার কোনো আশঙ্কা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!