ব্রেকিং নিউজ
Home | শিক্ষাঙ্গন | অনার্স ৩য় বর্ষ (নিয়মিত) পরীক্ষার ফল প্রকাশ

অনার্স ৩য় বর্ষ (নিয়মিত) পরীক্ষার ফল প্রকাশ

170502NU_kalerkantho_Pic

নিউজ ডেক্স : জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) ২০১৬ সালের অনার্স তৃতীয় বর্ষ (নিয়মিত) পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে।

এ পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ৫৫০টি কলেজের মোট ১ লাখ, ৩৭ হাজার ৮১৬ জন শিক্ষার্থী ২০০টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করে।

প্রকাশিত ফল অনুযায়ী ১ লাখ, ২৮ হাজার ৯৪৭ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৩ দশমিক ৯৩ শতাংশ।

প্রকাশিত ফল বিকাল ৫টা থেকে এসএমএস’র মাধ্যমে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে সেন্ট করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে। সারা দেশে ৩৮টি কেন্দ্রে ৭৩টি কলেজের মোট ১১ হাজার ৭২০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৭ হাজার ৩৮৬ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৩ দশমিক ২ শতাংশ। প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!