Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ায় পদদলিত হয়ে নিহত ১০

সাতকানিয়ায় পদদলিত হয়ে নিহত ১০

00

নিউজ ডেক্স : সাতকানিয়া উপজেলায় ইফতার সামগ্রী নিতে গিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে দশ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকেই। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। তবে নিহতদের সবার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের শিল্প গ্রুপ কবির স্টিলের মালিক মো. শাহজাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ছগির আহমেদের মেয়ে হাসিনা আক্তার (৪০), একই ইউনিয়নের আহমদ শফির মেয়ে রশিদা আক্তার (৫০), ঢেমশা ইউনিয়নের মো. হাসানের স্ত্রী রিনা বেগম (৩০), একই ইউনিয়নের আবুল কালামের স্ত্রী সাকি (২২), লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের ছালেহ আহমদের মেয়ে ফাতেমা বেগম টুনটুটি (১৩), একই ইউনিয়নের আবদুল হাফেজের স্ত্রী জোসনা বেগম (২৫), মো. আলাউদ্দিনের মেয়ে নুর জাহান (১৮), দক্ষিণ পুটিবিলা আশ্রয়ন প্রকল্পের উম্মে হাবিবার বর বাড়ির বেলাল উদ্দিনের স্ত্রী বুলু আক্তার (৩৫), বান্দরবানের মো. ইব্রাহীমের স্ত্রী নুর আয়েশা (৬০) এবং দোহাজারীর নুরুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৬০)।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভূঁইয়া জানান, ৩০-৪০ হাজার মানুষ ইফতার সামগ্রী নিতে ওই বাড়িতে ভিড় করে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও কক্সবাজার জেলা থেকে লোকজন সেখানে আসে। অব্যবস্থাপনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কেএসআরএম এর কর্মকর্তা মো. রফিক জানান, তাদের কোম্পানির পক্ষ থেকে সকালে দুস্থ-গরিবদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছিল। এ সময় ইফতার সামগ্রী নিতে আসা লোকজনের হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এতে পদদলিত হয়ে দশজন নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!