ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | শুভ্রা নীলাঞ্জনা’র ২টি কবিতা

শুভ্রা নীলাঞ্জনা’র ২টি কবিতা

403

অমৃতের সন্ধানে

অন্ধকারে নোঙ্গর করেছি
চন্দ্রকে আড়াল করে,
সূর্য টাকে ঢেকে দিব
নৈঃশব্দের ডানা দিয়ে।।

পৃথিবী আমায় খোঁজনা
তন্ন তন্ন করে,
আমি হারাব আমাকে নিয়ে
অতল গহ্বরে ।।

সুখে থাকো নক্ষত্র সম
প্রেম আমার,
আজীবন সমুদ্র মন্থনে।
বিপুল জলরাশির মত
আমার উত্তাল ভালবাসা,
ভেঙে গুঁড়িয়ে দাও,

তোমার অপরিহার্য
অমৃতের সন্ধানে ।।


ফিরে যাওয়া

ভালবাসতে যেটুকু সময় লেগেছে
তোমায় ভুলতে লেগেছে দ্বিগুন।
কাছে আসার মুহূর্ত গুলি ছিল যতটা রঙিন,
পলে পলে দূরে যাওয়া ছিল ততটাই সঙ্গীন।

সুখের রাত্রিগুলি ছিল যতটা দীর্ঘ,
দুখের রাত্রি ছিল লাগামহীন দীর্ঘতর ,
কাছে থাকার আনন্দে যতটা ভেসেছি
দূরে যাবার বেদনায় ততটাই ডুবেছি ।

ভালবাসতে যেয়ে বহুবার কেঁদেছি,
কাছে আসতে যেয়ে শতবার ফিরেছি,
অভিমানের নোনাজলে অনেক ভিজেছি,
বিরহের তাপে তাপে নিজেকে শুকিয়েছি ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!