ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

18216913_1363464857080480_6652512829195867582_o

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা ৩০ এপ্রিল ২০১৭ইং পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম-১৪ চন্দনাইশ সাতকানিয়া (আংশিক) আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহীম, মহিলা ভাইস চেয়ারম্যান দুরদানা ইয়াসমিন, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের, থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শাহিদা আক্তার জাহান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুদ্দিন শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, দপ্তর সম্পাদক সাঈদুর রহমান দুলাল, উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়ার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইমতিয়াজ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে আ.ন.ম সেলিম চৌধুরী, নেজাম উদ্দিন, মোসাদ হোসেন চৌধুরী, তাপস দত্ত, মোঃ ইলিয়াছ, এইচএম হানিফ, আবু তাহের জিন্নাহ, তসলিমা আফছার, রমজান আলী, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি এডভোকেট প্রদীপ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা ও স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন প্রমুখ।

দুপুর ২টায় লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী, জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও লোহাগাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ.এম গণি সম্রাট, আব্দুল জব্বার, আমিরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান জহির উদ্দিন, বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম.ডি জুনায়েদ, আধু নগর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব মিয়া, পুটিবিলা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইউনুছ, কলাউজান ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ চৌধুরী, চুনতী ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ জহির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফজলে এলাহী আরজু, স্থানীয় সাংসদের সহকারি একান্ত সচিব শাহাদাৎ হোসেন শাহেদ প্রমুখ।

সভায় প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নদভী এমপি উভয় উপজেলায় চলমান ব্যাপক উন্নয়ন প্রকল্প সমূহ স্বচ্ছতা ও দ্রুততার সাথে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি এবং জনগণের জান মালের নিরাপত্তা বিঘ্ন হতে পারে এমন যেকোন প্রকার কর্মকান্ডের প্রতি জিরো টলারেন্স নীতি অবলম্বনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ প্রদান করেন।

চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর প্রেস সচিব অধ্যাপক শাব্বির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!