ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ফলদ বাগান ও পানের বরজে বন্যহাতির তান্ডব

লোহাগাড়ায় ফলদ বাগান ও পানের বরজে বন্যহাতির তান্ডব

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আধুনগরে বন্যহাতির তান্ডবে নুরুল কবির নামে এক কৃষকের প্রায় শতাধিক ফলদ বাগান ও পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৪ মে) রাতে ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের কুলপাগলী জঙ্গল রশিদের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক নুরুল কবির জানান, খতিয়ানভূক্ত ২০ কানি জায়গায় আম, লিচু, পেঁপে, সপেদা, লেবুসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছের বাগান ও পানের বরজ করেন। গত দুই রাতে প্রায় ১৩টি বন্যহাতির একটি দল বাগানে তান্ডব চালায়। এতে প্রায় শতাধিক আম, লিচু ও পেঁপে গাছ ভেঙ্গে ফল খেয়ে ফেলে। এছাড়া তান্ডব চালায় পানের বরজে। বন্যহাতির তান্ডবে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি। হাতির দলটি বর্তমানে বাগানের পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এতে আতংকের মধ্যে দিনাতিপাত করছেন স্থানীয় কৃষকরা।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, বিধি মোতাবেক আবেদন করলে বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!