ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | মহেশখালীতে বজ্রপাতে তিন লবণ শ্রমিকের মৃত্যু

মহেশখালীতে বজ্রপাতে তিন লবণ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেক্স : কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে তিন লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপিল) বিকেল ৪টার দিকে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এ সময় ঝড়ে বিপুল পরিমাণ লবণ ও কাঁচা ঘরবাড়ি এবং সেমিপাকা বাড়ির চালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহতরা হলেন- মহেশখালীর হোয়ানক পশ্চিম বানিয়াকাটা এলাকার নেছার আহম্মদের ছেলে মানিক (১৭)। তিনি মানিক মৈন্নাঘোনা লবণ মাঠে কাজ করা অবস্থায় বজ্রাপাতে নিহত হন। অপরজন পেকুয়া উপজেলার টৈটং ধৈনিনিয়া কাটা এলাকার ছৈয়দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২৫)। তিনি হোয়ানকের আন্নুঘোনায় লবণ মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে নিহত হন। আর বড়মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার এলাকার জালাল আহমদের ছেলে মো. ফারুক (২৫) কালাপাইন্না ঘোনায় বজ্রপাতে মারা যান।

হোয়ানক ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা তিনজনই লবণ শ্রমিক হিসেবে কাজ করতেন। কালবৈশাখী ঝড় শুরুর সঙ্গে সঙ্গে মাঠের লবণ কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা। এ সময় ঝড়ে ও বৃষ্টির তোড়ে মাঠে উৎপাদিত লবণ ক্ষয়ে বেশ ক্ষতি হয়েছে। ভেসে গেছে মাঠের লবণও।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর নিয়ে জেনেছি কালবৈশাখীর তাণ্ডবে উপজেলার তারবাড়ী, ধলঘাটা, কালামারছড়া, হোয়ানক, বড়মহেশখালী, কুতুবজোম ও পৌরসভার লবণ চাষীদের মাঠের লবণ বৃষ্টির পানিতে ভেসে গিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। নিহতদের পরিবারে সরকারি সহায়তা পাঠানো হবে। জাগোনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!