Home | সাহিত্য পাতা | বিদায়ের ঘণ্টা বাজায়

বিদায়ের ঘণ্টা বাজায়

03

_______ফাতিমা পারভীন_______

সময়টা ফুরিয়ে গেছে
তবু স্মৃতিপথ ধরে দাঁড়িয়ে রয়েছো স্পষ্টত আয়নার মত,
একটু মেঘের ডাক শুনলেই মুখ লুকাতাম অনাগত আতঙ্কে,
তুমি ছুটে আসতে
অপরিচিত সকল ভয় দূর করতে
তোমার দু’টি হাতে শক্ত করে
খুববেশি আড়াল করে রাখতে ভয়ের শিহরণ
বড়বেশি ঢেকে রাখতে আমাকে
সকল দরজা -জানালাগুলো বন্ধ হয়ে যেত
তোমার আশ্রিত আঁচলে।
তারপর
তোমার কমিণীকা অাঙুল ধরে
হেঁটেছি কত দূর বহুদূর,
আজ সময়টা বড়বেশি নিষ্ঠুর হয়ে দিয়েছে ফাঁকি
তোমাকে আগের মত একটুও মনে নেই
তোমার দাঁড়ি কামানো মুখের সবুজ আভা
আজ আর আলোকিত করেনা
কেমন যেন মুখেচোখে দূর্ভিক্ষ লেগে থাকে।
কোন এক যন্ত্রণায় কুঁচকে নিথর দেহখানা
অপেক্ষিত অনুভুতির বিদায়ের ঘণ্টা বাজায়
তোমার পথচলার শব্দরা আর আগের মত দেয়না উন্মত্ততা,
নিসর্গের স্নিগ্ধ উপাখ্যান পাখিরা রচেনা।
স্মৃতিরা বয়সের ভাড়ে কুঁচকে পড়েছে
তবুও ছুটে আসে শব্দরা
প্রতিদিন কতবার,শতবার
আমার ফেরাপথে তাকিয়ে থাকেনা আজ আর কেউ
ঠিক তোমার মত, তারপরও
নিষেধাজ্ঞা চোখজোড়া দূরত্বের ব্যবধান খুঁজে পেতে চায়না
তোমার অপেক্ষা আমাকে তাড়া করে নীরবে
যদিও আমার পায়ের রুনুঝুনু শব্দরা
এখন সুরের লহড়ী তুলে
রোদের নোলক পরে নৃত্য করতেও ভুলে গেছে
আজ আমার কোন মৌলিকত্ব নেই
বিদায়ের ঘণ্টা বাজায় নীরবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!