Home | শীর্ষ সংবাদ | বারোমাসি কথন

বারোমাসি কথন

39467312_2266028966959868_3853357495904894976_n

_____ফিরোজা সামাদ_____

বৈশাখ বলে ইস্
কী কপাল অামি ছিলাম ভাগ্যিস
নইলে কেমনে অাসতো নতুন বছর?
কেমনে বসতো রঙের মেলা
বসতো গানের অাসর ?

এই না শুনে জষ্ঠি বলে
অারে অারে তুই থাম্ তো !
অামি না থাকলে লিচু,অাম,জাম
কেমনে মানুষ খেতো ?
মধুমাস নামে ডাকে লোকে
কতো যে সুন্দর !
থোঁকা থোঁকা লিচু অাম জাম
দেখতেও মনোহর !

বৈশাখ জৈষ্ঠ্যর কথা শুনে
অাষাঢ় বলে শোন্,
তপ্তরোদ ও ঝড় মিলিয়ে
জ্বালাস তো সারাক্ষণ !
কিঙ্কিণী পায়ে বৃষ্টি হয়ে যদি
না অাসতাম অামি,
কেমন করে বাঁচতো মানুষ
জানেন অন্তর্যামী !

শ্রাবণ বলে অারে – রে-রে
কথা শুনছিস না কেনো তোরা ?
অামি না হলে কোথায় পেতো
রূপালি ইলিশ ওরা ?
অামার জন্যই ইলশের খোঁজে
দাঁড়ায় নদীর পাশে,
তাই তো নদী নিরবধি চলে
এঁকেবেঁকে উল্লাসে !

এই না শুনে ভাদ্র বলে
অামিই বা কম যাই কি সে ?
ভাদ্রে পাঁকা তালের সাথে
শরত অাসে হেসে,
গাঙচিলেরা দেয় যে পাড়ি
নীল অাকাশের পানে,
নদীর ধারে কাশফুল নাচে
সাদা মেঘের সনে !

সাথে সাথেই অাশ্বিণ বলে
তোরা কি যে বলিস ?
শরত যে ঋতুর রানি
তা কি তোরা জানিস ?
অামায় ছাড়া শরত ঋতুর
কোনোই মূল্য নেই,
সাদায় ভাসে নীলাকাশ হাসে
যুগলের ভালোবাসাতেই !!

কার্তিক গিয়ে সামনে দাঁড়ায়
বলে ঝগড়া এবার মেটা তো!
হিমেল হাওয়ায় অাসি অামি
রাখালিয়া বাঁশির সুরে,
কিষাণ কিষাণি হাসিতে মুখর
নবান্নের সুখ ঘরে ঘরে !!
কার্তিক অঘ্রাণ মিলে দুজন
হেমন্ত কন্যা হয়,
হিমেল হাওয়ায় সব মানুষের
প্রাণ জুড়িয়ে যায় !!

কথার মাঝেই পৌষ বলে
বেশ! বেশ! বেশ !
হোক না এবার তোদের মাঝে
ঝগড়াঝাঁটির শেষ !!
নিশির শিশির ঘাসের ডগায়
টুপটাপ ঝরে পড়ে,
হৈম হাওয়ায় শীত কুয়াশা
সবার ঘরে ঘরে !!
তরতাজা সব সবজি ও ফল
নিয়ে অাসি অামি,
ধান নিড়াতে কিষান জাগে
রাত বিরোতে নামি !!

মাঘ বলে পৌষকে ডেকে
কেনো ভুলিস অামায় ?
শীতকে নিয়ে থাকি অামি
তোমার সীমানায় !!
লেপ কাঁথা কম্বল করে সম্বল
কিষাণ ঘুমায় সুখে,
অামরা দুজন মিলেমিশে থাকি
মানুষের সুখে দুঃখে !!

একদিন ফাগুন বলল ডেকে
দেখোনা অামার পানে,
আমি নিয়ে অাসি ঝোলায় করে
রঙ, ফুল, পাখি গানে !!
দখিন হাওয়ায় হাত মিলিয়ে
অাসে বসন্তরাজ,
অামায় বরণ করতে সবাই
সাজে রঙিন সাজ !!
রঙিন ফুলে বৃক্ষ দুলে
দোলায় শাখা পাতা,
কোকিল খোঁজে সঙ্গিনীকে
ফাঁটিয়ে তার ছাতা !!

অবশেষে বললো চৈত্র
শোন্ রে তোরা শোন্ !
অামি হলাম শেষের পথে
বছরের অবসান !!
যতোই করিস হম্বি তম্বি
তোদের দৌঁড় জানা,
অার করিসনা বাড়াবাড়ি
অামার কাছে অায়না ?
বসন্তকে ফাগুন চৈত্র দুজন
সাজাই ফুলে ফুলে,
অাবার অামি নতুন বছর
বৈশাখেই দেই তুলে !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!