ব্রেকিং নিউজ
Home | শীর্ষ সংবাদ | ফারাক্কা চুক্তির ঠিক বন্টন চাই

ফারাক্কা চুক্তির ঠিক বন্টন চাই

99

_____ফিরোজা সামাদ_____

রাজনীতিতে কেউ কখনো বন্ধু কভুও হয়না
যদি দেখায় মানবতা অনেকে মানতে চায়না!
মোদি, দিদি সবই সমান এক বৃন্তের দুটি ফুল,
বন্ধুর বিপদে চায়না দিতে একটি ফোঁটা জল !

একফোঁটা জলের তরে বন্ধুর বিদীর্ণ হাহাকার,
তাদের কানে শুনে তারা সুরেলা মধুর ঝঙ্কার !
পদ্মানদীর ছিলো একিদন রূপ ও পূর্ণ যৌবন,
তাহার রূপে মুগ্ধ হতো কতো জ্ঞানী গুণীজন !

পচাঁত্তরের অভিশাপে পদ্মা হলো জীর্ণা শীর্ণা,
তার তরে এখন অার কেউ তো ফিরে চায় না !
শ্রাবণের প্লাবনে মোদি, দিদি পাঠায় বানের জল,
সে বানের জলে নেয় ভাসিয়ে কাঙালের সম্বল!

দিদি জিভে বানের জলের ইলশের স্বাদ ছুঁয়ে যান
দেয়না পানি তবু ইলশের জন্য মন করে অানচান!
মোগো অাপায় বড্ড সরল চোখের জলেও হাসে ,
ইলিশ খাওয়ায় রান্না করে একটু জল পাবার অাশে!

কিন্তু ; সে যে অরণ্যে রোদন কি অার করে হায়,
ক্ষমা হলো মানব ধর্ম সম্বল তাই সে দিয়ে যায় !
মোদি, দিদি তোমরা একটু বিবেকের দ্বার খোলো,
কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে বন্ধু হয়েই চলো!

একটুখানি ভেবে দেখো মোগো দরজা দিয়ে,
অানাগোনা করছো তোমরা মনে খুশি নিয়ে !
তাহাও মোদের লাগছে ভালো বন্ধু বলে কথা,
পাইনা কষ্ট হইযে খুশি হয়না কভু মাথা ব্যথা !

বাঙালি কৃতজ্ঞ জাতি ভুলিনি একাত্তরের কথা
তাই তো বাংলা ভালোবাসে ওই যে কোলকাতা !
তোমরা কেনো ভুলে যাও এক মা’য়ের দুটো ছাও,
অন্ন বস্ত্র কেড়ে নিয়ে কেনো বিষ কাঁটায় খোঁচাও?

বুকের মাঝে করছে জ্বালা ফারাক্কার ওই বাঁধ,
মোগো প্রাপ্যটুকু ফিরে পেতে মনে বড়ো সাধ!
মনের কালি দূর করে বাড়াও মানবতার হাত,
তবেই মনে পাবে স্বস্তি মনে ভালোবাসা অবাঁধ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!