Home | দেশ-বিদেশের সংবাদ | প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮৬

প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮৬

আন্তর্জাতিক ডেক্স : চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৬ জনে। সোমবার চীনের হুবেইপ্রদেশের উহান শহরে মারা গেছে ৯৩ জন। এ পর্যন্ত প্রদেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৭৮৯ জনের মৃত্যু হয়েছে।

নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮৮৬ জন। চীন এবং চীনের বাইরে ৫ দেশসহ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৬৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৪৩৬ জন। খবর বিবিসির।

হুবেই স্বাস্থ্য কমিশনের ওয়েবসাইটের বরাত দিয়ে মঙ্গলবার এসব তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। চীন ছাড়াও ফিলিপাইন, হংকং, জাপান, ফ্রান্স ও তাইওয়ানে এ ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

হুবেই স্বাস্থ্য কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, প্রদেশটিতে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ৯৮৯ জন। ইতোমধ্যে এ ভাইরাসে আক্রান্ত ১০ হাজার ৬১৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

গত বছরের শেষ দিকে চীনের হুবেইপ্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। চীনের বাইরে ৩০টিরও বেশি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

ভয়াবহ করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে চিকিৎসক-নার্সদের সঙ্গে নির্ঘুম রাত কাটিয়ে উহানের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিংয়েরও সোমবার মারা গেছেন। এর আগে এ হাসপাতালের এক নার্সও মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!