ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | দুষ্কর্মের আশকারা দিচ্ছে সরকার : ফখরুল

দুষ্কর্মের আশকারা দিচ্ছে সরকার : ফখরুল

নিউজ ডেক্স : সরকার দুষ্কর্ম সংঘটনের আশকারা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘যশোরে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের মতো শান্তিপূর্ণ একটি অনুষ্ঠানে ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা নিঃসন্দেহে চরম কাপুরুষতা। সারাদেশকেই এরা রক্তারক্তি ও হানাহানির অন্ধকারে ঢেকে দিয়েছে। জোর করে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে সরকারদলীয় অঙ্গ সংগঠনগুলোকে দুষ্কর্ম সংঘটনের আশকারা দিয়ে বিরোধী মত ও বিশ্বাসের মানুষের ওপর চড়াও হচ্ছে।’

মঙ্গলবার (১৭ আগস্ট) দলটির সহ-দফতর সম্পাদক সাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। জাগো নিউজ

তিনি বলেন, ‘যশোরে বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা ও তাদেরকে গুরুতর আহত করার ঘটনা সেটিরই নির্মম বহিঃপ্রকাশ। হত্যার অভিপ্রায় নিয়েই নেতাকর্মীদের ওপর সরকারিদলের দুষ্কৃতিকারীরা হামলা করেছে। গুম, অপহরহণ, খুন, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা, গলাবাজি ও অপপ্রচারই বর্তমান ভোটারবিহীন সরকারের টিকে থাকার অবলম্বন। দেশের মানুষের জীবনকে নিরাপত্তাহীন করতে আওয়ামী সরকারের সমকক্ষ খুঁজে পাওয়া যাবে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতার মোহে এরা দেশকে গণতন্ত্রশূন্য করে নিজেদের অঙ্গ সংগঠনগুলোকে বিবেকবর্জিত ও মনুষ্যত্ববিহীন করে তুলেছে। গণতন্ত্রের মূলোৎপাটন করে সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠকে নির্মমভাবে স্তব্ধ করে যাচ্ছে শুধুমাত্র ক্ষমতার বেপরোয়া যথেচ্ছাচার টিকিয়ে রাখার জন্য।’

তিনি বলেন, ‘যশোরে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি এবং ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা ও তাদেরকে গুরুতর আহত করার ঘটনায় আমি তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!