ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চসিক প্যানেল মেয়র লিটন-গিয়াস-আফরোজা

চসিক প্যানেল মেয়র লিটন-গিয়াস-আফরোজা

নিউজ ডেক্স : চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলর আবদুস সবুর লিটন, গিয়াস উদ্দিন ও আফরোজা জহুর। সোমবার (২২ মার্চ) আন্দরকিল্লায় চসিক কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়।

মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ফলাফল ঘোষণা করেন। সভা পরিচালনা করেন চসিকের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।  

চসিকের বর্তমান পর্ষদের দ্বিতীয় সাধারণ সভার আগে সোমবার দুপুরে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ কাউন্সিলরদের মধ্যে ৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

তারা হলেন- ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী (প্রাপ্ত ভোট ১৩), ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু (প্রাপ্ত ভোট ১০), ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন (প্রাপ্ত ভোট ২৭), ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী (প্রাপ্ত ভোট ১১), ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন উর রশীদ (প্রাপ্ত ভোট ১৬) ও ২৫ নম্বর রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন(প্রাপ্ত ভোট ২৯)।

সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা হলেন- জোবাইরা নার্গিস খান (প্রাপ্ত ভোট ৩), নীলু নাগ(প্রাপ্ত ভোট ১৩), আফরোজা কালাম (প্রাপ্ত ভোট ২৬), লুৎফুন্নেছা দোভাষ বেবী(প্রাপ্ত ভোট ৩) ও ফেরদৌস বেগম মুন্নী (প্রাপ্ত ভোট ৮)।

কোভিড আক্রান্ত হওয়ায় পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদের বাসায় ব্যালট পাঠানো হয় ভোট দেওয়ার জন্য। সকাল ১১টা ২০ মিনিটে মিলনায়তনের মধ্যে তিনটি বুথে ভোট দেওয়া শুরু হয়।
 
উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন কাউন্সিলররা। প্রত্যেকে ২ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও একজন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরকে ভোট দেন। ১১টা ৪০ মিনিটে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর ভোট দিতে আসেন দুপুর সাড়ে ১২টায়।

এর আগে বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টায় প্যানেল মেয়র নির্বাচন হওয়ার কথা থাকলেও চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে তা স্থগিত করা হয়েছিল। বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!