ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | ঈদ মানে প্রিয়জনকে ভালবাসি

ঈদ মানে প্রিয়জনকে ভালবাসি

Kobi

______মুহাম্মদ সোলাইমান______

ঈদ মানে দুঃখ ভুলা,
ঈদ মানে হাসি,
ঈদ মানে প্রিয়জনকে
গভীরভাবে শুধু ভালবাসি।
ঈদ মানে নতুন জামার
সবুজ সোনালী সমাহার,
ঈদ মানে ঘরে ঘরে
মাংস-রুটি আহার।
ঈদ মানে ফিতরা-যাকাত
গরীব দুখীদের প্রদান করা,
ঈদ মানে ভেদাভেদ ভুলে
একই কাতারে জামাত গড়া।
ঈদ মানে জিলহজ্জ-রমজান
ফযিলত পূর্ণ মাসের নাম,
ঈদ মানে বিশ্ব মুসলিম
ভ্রাতৃত্ব বন্ধনের মহা পয়গাম।
ঈদ মানে প্রিয়জনের
প্রিয় স্মৃতি গুলি,
ঈদ মানে ঝগড়া বিবাদ
হিংসা ভেদ ভুলি।
ঈদ মানে উপোস ভাঙ্গা,
ঈদ মানে আনন্দ,
ঈদ মানে ঘরে ঘরে
বাজে সুখের ছন্দ।
ঈদ মানে আল্লাহ খুশির
সামর্থ্য লোকের কোরবানী,
আত্মত্যাগের শিক্ষা লাভে,
দিল আল্লাহ মহান বানী।
ঈদ মানে নতুন চাঁদের
মিস্টি মধুর হাসি,
ঈদ মানে সব ভেদ ভুলে,
সবাইকে গভীর ভালবাসি।
ঈদ মানে আশার আলো
জীবনে আনন্দ ভরপুর,
ঈদ মানে সার্থক জীবন,
এগিয়ে চলে বহুদূর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!