নিউজ ডেক্স : এবার রেলে সংযুক্ত হচ্ছে হাইস্পিড ট্রেন। ঘণ্টায় ৩শ কিলোমিটারে বেগে চলবে দ্রুতগামীর এই ট্রেন। ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে সরাসরি চলবে ট্রেনটি। উন্নয়ন মেলায় রেলওয়ের স্টলে কথাগুলো বললেন স্টলে দায়িত্বরত রেলওয়ের ফতেয়াবাদ স্টেশনমাস্টার নাহিদা হোসেন।
তিনি জানান, বাংলাদেশে চলাচলরত ট্রেনগুলো ঘণ্টায় ৭৫ থেকে ৮০ কিলোমিটার বেগে চলাচল করে। রেলওয়ের বহরে নতুন যুক্ত ট্রেনগুলো ঘণ্টায় ৩শ কিলোমিটার বেগে চলবে। ফলে মাত্র ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়া যাবে। এতে যাত্রীদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি ব্যয় ও সময় অনেকাংশে কমে আসবে।
স্টেশন মাস্টার নাহিদা হোসেন আরও বলেন, রেলওয়ের প্রতি মানুষের বিদ্যমান আস্থার সংকট কেটে যাবে। দ্রুতগামী এসব ট্রেন চালু হওয়ার পর রেল বিশ্বমানের রেলে পরিণত হবে।