আন্তর্জাতিক ডেক্স : পাকিস্তানে গেল বৃহস্পতিবার রুপির মান সব সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিন মিলিয়ন ডলারের কাছাকাছি পর্যায়ে নেমেছে।
বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে রিজার্ভ রয়েছে ৫ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। এসবিপি বলছে, দেশটির মোট ডলার মজুদের পরিমাণ এখন মাত্র ৮ দশমিক ৭৪ বিলিয়ন ডলার
আরিফ হাবিব লিমিটেদের গবেষণা প্রধান তাহির আব্বাস রয়টার্সকে বলেন, সংকট এড়াতে দেশে ডলারের নতুন প্রবাহ জরুরি। পাশাপাশি আইএমএফের প্রোগ্রাম যত দ্রুত সম্ভব পুনরায় চালু করা জরুরি।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ এই মুহূর্তে অকল্পনীয়। যেসব শর্ত আমাদের (আইএমএফের পর্যালোচনা সম্পন্ন করার জন্য) পূরণ করতে হবে, তা কল্পনার বাইরে।