নিউজ ডেক্স: এক নারী যাত্রীর সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ কেজি ৩২০ গ্রাম স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় ১ হাজার কোটি টাকা দামের উড়োজাহাজটিও আটক দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ফ্লাইটে স্বর্ণের বার উদ্ধারের পর প্লেনটি ১০টা ৫২ মিনিটে ঢাকা চলে গেছে। কাস্টম গোয়েন্দা বিভাগ জানিয়েছে, প্লেনটি কাগজে-কলমে জব্দ করা হয়েছে। এটি বিমানকে জবাবদিহির আওতায় আনার অংশ। কারণ বিমানে সিটের নিচে স্বর্ণ লুকানো যাত্রীর পক্ষে সম্ভব না। এ ঘটনায় বিমানের কেউ ছিল কিনা, বিমানের ভেতরের ক্যামেরার ফুটেজ, সিকিউরিটি ইত্যাদি জবাবদিহির আওতায় আনার জন্য অফিশিয়ালি জব্দ দেখানো হয়েছে। উড়োজাহাজটি যাত্রী পরিবহনে বাধা নেই।