Home | দেশ-বিদেশের সংবাদ | স্বর্ণ চোরাচালান: হাজার কোটি টাকার উড়োজাহাজ আটক!

স্বর্ণ চোরাচালান: হাজার কোটি টাকার উড়োজাহাজ আটক!

নিউজ ডেক্স: এক নারী যাত্রীর সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ কেজি ৩২০ গ্রাম স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় ১ হাজার কোটি টাকা দামের উড়োজাহাজটিও আটক দেখানো হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চোরাচালানের স্বর্ণ পরিবহন করায় উড়োজাহাজটিও অভিযুক্ত। তাই স্বর্ণের বারগুলো আটকের পাশাপাশি ফ্লাইট নম্বর বিজি১৪৮ (বোয়িং ৭৭৭-ইআর, রেজি নম্বর এস২-এএফকিউ) উড়োজাহাজটিকেও কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী আটক করা হয়েছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাস্তবে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিমানবন্দরে আটক রাখার সুযোগ নেই। তদন্তের সুবিধার্থে উড়োজাহাজটি আটক দেখানো হয়েছে। যখনি আনতে বলা হবে তখন এটি আনবে কর্তৃপক্ষ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ফ্লাইটে স্বর্ণের বার উদ্ধারের পর প্লেনটি ১০টা ৫২ মিনিটে ঢাকা চলে গেছে। কাস্টম গোয়েন্দা বিভাগ জানিয়েছে, প্লেনটি কাগজে-কলমে জব্দ করা হয়েছে। এটি বিমানকে জবাবদিহির আওতায় আনার অংশ। কারণ বিমানে সিটের নিচে স্বর্ণ লুকানো যাত্রীর পক্ষে সম্ভব না। এ ঘটনায় বিমানের কেউ ছিল কিনা, বিমানের ভেতরের ক্যামেরার ফুটেজ, সিকিউরিটি ইত্যাদি জবাবদিহির আওতায় আনার জন্য অফিশিয়ালি জব্দ দেখানো হয়েছে। উড়োজাহাজটি যাত্রী পরিবহনে বাধা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!