ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | আমার বিজয়, আমার অহংকার

আমার বিজয়, আমার অহংকার

25289607_1966891746672476_6579779875647830533_n

_____ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি_____

ভোরবেলা পাখনা মেলে ঘুরে আসি
টিয়াসবুজ এক মৌবন,
ভালোবেসে আমি তারে দেশ বলে ডাকি।

মধ্যাহ্ণে ক্লান্তি জুড়োতে ডুবে ডুবে ভাসি
নীলনয়না এক জলাধার,
সোহাগ করে আমি তারে নদী বলে ডাকি।

শেষ বিকেলে গোধূলিরঙ মুখে মেখে হাসি
মধুতৃপ্ত এক যৌবন,
আদর করে আমি তারে চেতনা বলে ডাকি।

রাত্রিকালে আঁচলতলে ছায়া রাশি রাশি
মায়াকাড়া এক কায়া,
জড়িয়ে ধরে আমি তারে ‘মা’ বলে ডাকি।

দিবারাত্রি অহমিকা ভরে দৃপ্তকন্ঠে হাসি
উচ্চাভিলাষী এক রোমন্থন,
অহংকারে আমি তারে ‘বিজয়’ বলে ডাকি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!