_____ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি_____
আজকাল অন্য অনুভুতিতে থাকো
দেখা পাইনা সহজে,
শুনশান নিরব হয়ে
রাত্রি ঘুমিয়ে গেলেও
অপেক্ষারা ঘুমোয়না কিছুতে।
জানালার আকাশ থাকে খোলা
প্রতিবিম্বিত হয় তোমার ছায়ামুখ
প্রতিসরণে সাতরঙা স্মৃতির বিচ্ছুরণ
রাতের কামিনীরা ঝরে পড়ে অভিমানে।
মাতাল গায়ের গন্ধ আসে
কামুক ঠোঁটের ছোঁয়া ভাসে
ঘুমপাড়ানি গান গেয়ে গেলেও
স্মৃতিরা ঘুমোয়না কিছুতে!