নিউজ ডেক্স : সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। গত ২৮ ফেব্র“য়ারী দিনগত রাতে তাকে রাস্তার মাথা কেওচিয়া মাদার বাড়ি এলাকার থেকে গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামী মোঃ জিয়াউর রহমান (৩১) ওই এলাকার আমির হোসেন প্রকাশ বুলু মেম্বারের পুত্র।

সাতকানিয়া থানার এসআই মোঃ ইয়ামিন সুমনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে আজ ১ মার্চ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।