নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার আন্দার মার দরগাহর পশ্চিমে এক ডোবায় বজ্রপাতে অজ্ঞান হয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ৮ এপ্রিল সোমবার দুপুর ২টায় এ ঘটনাটি ঘটে।
নিহত আবদুল কাদের (৪২) উপজেলার জনার কেঁওচিয়া মোনাফ চেয়ারম্যান বাড়ির এলাকার খায়ের আহমদের পুত্র।

স্থানীয় সূত্রে প্রকাশ, ঘটনারদিন তিনি ডোবায় মাছ ধরছিলেন। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে তীব্র শব্দে বজ্রপাত হলে সেই জ্ঞান হারিয়ে ডুবার পানিতে ডুবে যান। লোকজন টের পেয়ে অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।