এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ১৯ দিনব্যাপী ৪৯তম চুনতি সীরত মাহফিল (সাঃ) আগামী ১০ নভেম্বর রবিবার থেকে শুরু হবে বলে আয়োজকরা এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। আজ ৮ নভেম্বর শুক্রবার দুপুরে সীরত মাহফিল কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বলা হয়েছে, আশেকে রসুল (সাঃ) অলিকুল শিরোমনি মুজাদ্দেদে মাহফিলে সীরতুন্নবী (সাঃ) প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ্ব শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রাহ. আ.) এ মাহফিল প্রবর্তন করেন। মাহফিল কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাহফিল মতোয়াল্লী কমিটির অন্যতম কর্মকর্তা শাহজাদা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহফিল ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা জাহেদুর রহমান, আরিফুল ইসলাম, আলাউদ্দিন মুহাম্মদ, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাংবাদিক আবদুল জব্বার ফিরোজ, মোঃ জমির উদ্দিন ও মোঃ কামরুল হুদা প্রমুখ।
মতবিনিময় সভায় জানানো হয় ১৯ দিনব্যাপী ৪৯তম এবারের মাহফিলের প্রস্তুতিকাজ প্রায় শেষ। এবারের ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৬০ লাখ টাকা। ধর্মপ্রাণ লোকজনসহ চুনতি শাহ ছাহেব কেবলার ভক্তরাই এ ব্যয় নির্বাহ করে থাকেন। দেশের বিভিন্ন স্থানে ব্যবস্থাপনা কমিটির ৭শ উপ-কমিটি রয়েছে।
মতবিনিময় সভায় লোহাগাড়ায় কর্মরত সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উল্লেখ্য, আলহাজ শাহ মাওলানা হাফেজ আহমদ (রাহঃ) শাহ সাহেব কেবলা চুনতি ১৯৭২ সালে সীরতুন্নবী (সাঃ) মাহফিলের গোড়াপত্তন করেন ।