Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় কাদায় আটকা পড়ল বন্যহাতি

লোহাগাড়ায় কাদায় আটকা পড়ল বন্যহাতি

74666254_561777021252933_1099782081866629120_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতি ইউনিয়নের নারিশ্চা গ্রামের চাকমার জোন এলাকায় কাদা মাটিতে এক বন্যহাতি আটকা পড়াল এক বন্যহাতি। আজ ৮ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় হাতিটি আটকা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান সিকদার।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাতিটি ইতোপূর্বে বাচ্চা প্রশব করেছে। এতে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। খাদ্যের সন্ধানে বনাঞ্চলের পাশে এসে কাঁদা মাটিতে আটকা পড়ে। হাতিটি কাদা মাটি থেকে আত্মরক্ষার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাঝে মাঝে চিৎকার দিচ্ছে। নিকটস্থ পাহাড়ে বাচ্চাসহ আরো কয়েকটি বন্যহাতি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে লোকজন এ বন্যহাতি উদ্ধারে চেষ্টা করতে ব্যর্থ হচ্ছে।

পদুয়া ফরেষ্ট রেঞ্জের আওতাধীন ডলু বনবিট কর্মকর্তা মোবারক হোসেন সাংবাদিকদের জানান, সংবাদ পেয়ে ডলু বন বিটের কর্মরত কয়েকজনকে ঘটনাস্থলে পাটিয়েছেন। তারা বিষয়টি দেখেছেন। মনে হচ্ছে হাতিটি অসুস্থ। ডাক্তারী পরীক্ষা প্রয়োজন। নিকটস্থ বনে বন্যহাতির থাকার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধারের যথাযথ ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না। আগামীকাল ৯ নভেম্বর শনিবার ডাক্তারী পরীক্ষার পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি জানান, বিষয়টি লোহাগাড়া থানা পুলিশ ও বনবিভাগের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে হাতিটি বাঁচবে কিনা নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

এদিকে কাদা মাটিতে হাতি আটকা পড়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলের অদূরে উৎসুক জনতা ভিড় জমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!