
______শুভ্রা নীলাঞ্জনা______
বাংলার অবারিত সবুজ জমিনে
তোমাদের দুর্বার রক্ত দিয়ে
এঁকে দিলে আমাদের বিজয়ের পতাকা।
তোমাদের কাছে চিরঋণী হয়ে গেল
এই দেশ ,মাটি, বয়ে যাওয়া নদী
সুনীল আকাশ বেদনার শোকগাঁথা
অমর,অক্ষয় কালজয়ী কিছু কবিতা।
তোমাদের স্বপ্ন মাখা আমদের স্বাধীনতা।
পরতে পরতে জীবন বাজি রেখে
রাখবে যে তাঁর সম্মান,
এ দেশের প্রতিটি সত্যাশ্রয়ী ধূলিকণা ।
বার বার হানাদিক বহুরূপী দুর্বল শকুন আর হায়েনারা।
তাদের নীল নকশা ফানুসের মত উড়াবে অমৃতের সন্তানেরা ।
যতবার জেগে উঠবে লখিন্দরের কালোসাপ
নানা বিধ ছলাকলা আর বিভিন্ন ভঙ্গিমায় ,
ততবার বেহুলার মত অপার বিশ্বাসে
বারবার বিজয় ছিনিয়ে আনবে দুরন্ত
অজেয় তরুনেরা দুর্বার অসাধ্য সাধনায় ।।

Lohagaranews24 Your Trusted News Partner