এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার ৬ ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা হলেন বড়হাতিয়ায় বিজয় কুমার বড়ুয়া, চুনতিতে মো. জয়নুল আবেদীন, কলাউজানে আবদুল ওয়াহেদ, পুটিবিলা মোহাম্মদ জাহাঙ্গীর হোছেন, পদুয়ায় মোহাম্মদ হারুনর রশিদ ও চরম্বায় মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক বদিউল আলম, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন হিরুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়া তাঁদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এছাড়া বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ছয় ইউনিয়নে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানা গেছে। উল্লেখ্য, গত সনের ২৬ ডিসেম্বর লোহাগাড়ার ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।