এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া মা-মনি হাসপাতালের সাথে কলকাতার “SAROJ GUPTA CANCER CENTRE & RESEARCH INSTITUTE” চুক্তিবদ্ধ হয়েছে। ক্যান্সার আক্রান্ত রোগীদের যৌথভাবে উন্নত চিকিৎসাসেবা প্রদানের জন্য এই চুক্তি করা হয়েছে। আজ ১৬ জানুয়ারী লোহাগাড়া মা-মনি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম. এ. কাশেম এ চুক্তি সম্পাদন করেন।
তিনি জানান, লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কলকাতার “SAROJ GUPTA CANCER CENTRE & RESEARCH INSTITUTE”র পক্ষে মেডিকেল এডমিনিষ্টিটর ডাঃ সুভির রয় এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
