ব্রেকিং নিউজ
Home | শীর্ষ সংবাদ | চলে গেলেন কণ্ঠশিল্পী শাম্মী আক্তার

চলে গেলেন কণ্ঠশিল্পী শাম্মী আক্তার

171008sammi-b-20171021142041

নিউজ ডেক্স : মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্ত কণ্ঠশিল্পী শাম্মী আক্তার। দীর্ঘ সময় ধরে ক্যানসারে ভুগছিলেন গুণী কণ্ঠশিল্পী শাম্মী আক্তার। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন শাম্মী আক্তারের স্বামী আকরামুল ইসলাম। তিনি জানান, আজ বিকেল ৪ টা ১৫ মিনিটে রাজধানীর অতীশ দীপংকর রোডের হেলথ এইড হাসপাতালে মারা যান শাম্মী আক্তার।

জানা যায়, শাম্মী আক্তার ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। পরে তা শরীরে ছড়িয়ে যায়। কালের কণ্ঠকে আকরামুল ইসলাম জানান, সকালে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান তিনি।

এই কণ্ঠশিল্পীর চিকিৎসা সহযোগিতায় পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অক্টোবর মাসে তিনি ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লাখ টাকার চেক দিয়েছেন শাম্মী আক্তারকে। পাওয়া এই গায়িকার উন্নত চিকিৎসার জন্য কিছুদিন আগে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিল সহযোগিতার।

উল্লেখ্য, ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘আমি যেমন আছি তেমন রব বউ হবো না রে’, ‘ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না’- এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!