এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পুটিবিলা সরাইয়া বারতালুক পাড়ায় ৩ সন্তানের জননী আত্মহত্যা করেছে। গত ১ অক্টোবর রাত সাড়ে ৮টায় দিকে বিষপানে তিনি আত্মহত্যা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ডিউটি অফিসার জেসমিন সোলতানা। নিহত পটু আক্তার (৩৫) ওই এলাকার আমির হোসেনের স্ত্রী।
জানা যায়, গতো এক মাস যাবত স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক কলহকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে নিহতের বড় কন্যাকে রান্না করতে বললে, সে রান্না করতে পারবে না বলে জানায়। এতে গৃহবধু ক্ষিপ্ত হয়ে বাড়ির সকলের অগোচরে বিষ পান করে। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান বলে জানা যায়।

খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই আবুল কাশেম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আজ ২ অক্টোবর সকালে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
এ ব্যাপারে লোহাগাড়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে ও এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের দাফন প্রক্রিয়া চলছে বলে জানান এসআই আবুল কাশেম।