এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার করেছে। গত ১৩ জানুয়ারি দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবদুল মাবুদ (৩০) উপজেলার চরম্বা ইউনিয়নের নাছির মোহাম্মদ পাড়ার মোজাহার আহমদের পুত্র।
থানা সূত্রে প্রকাশ, মাবুদ বন বিভাগের একটি মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই অজয় দেব শীল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আজ ১৪ জানুয়ারি সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।