
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় সরকারি নির্দেশ অমান্য করায় এক বাড়ির মালিক ও ২ মোটরসাইকেল চালককে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার পুটিবিলা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
জানা যায়, পুটিবিলায় সরকারি নির্দেশনা না মেনে জনসমাগম করে নির্মাণ কাজ করায় বাড়ির মালিককে ৩ হাজার টাকা, মোটরসাইকেলে করে যাত্রী পরিবহণ করায় একজনকে ১ হাজার টাকা এবং অপর একজনকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় সরকারি আদেশ অমান্য করায় ১৮৬০ সনের ২৬৯ ধারায় এক বাড়ির মালিক ও ২ মোটরসাইকেল চালককে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার আহবান জানান। এছাড়া অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।