
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পদুয়ায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইউনিয়নের সিকদার দিঘীর পাড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
এতে বাসচালকসহ ৩ জন আহত হয়েছেন। তারা হলেন যথাক্রমে রিলাক্স পরিবহনের চালক চকরিয়ার হারবাং এলাকার রাজু মিয়া (৩২), যাত্রী সাতকানিয়ার জনার কেঁওচিয়া এলাকার জাহাঙ্গীর আলম (৩৪) ও ঢাকার যাত্রবাড়ি এলাকার আবুল কাশেম (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহণের যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী শীতাতপ নিয়ন্ত্রিত প্রেসিডেন্ট পরিবহণের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মহাসড়কে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে দোহাজারী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে দূর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। দূর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করতে গিয়ে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।


লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, সড়ক দূর্ঘটনায় আহত ৩ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে রাজু মিয়া ও জাহাঙ্গীর আলমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেয়া হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দূর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।