এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২ হাজার ঘনফুট বালু ও ২টি ডাম্প ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১১টার সময় উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী ও ডাম্প ট্রাকের চালকরা পালিয়ে যায়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌসিফ আহমেদ। তিনি জানান, গৌড়স্থান এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। কয়েকদিন আগে সেখানে গিয়ে উপজেলা প্রশাসন কর্তৃক লাল নিশানা দেয়া হয়েছিল। কিন্তু ওই চক্র নিষেধ অমান্য করে পুণরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ হাজার ঘনফুট বালু ও ২টি ডাম্প ট্রাক করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।