চিকিৎসাসেবায় বিশেষ অবদান রাখায় কলকাতায় দু’টি সম্মাননা স্মারক ও ক্রেস্ট গ্রহণ শেষে আজ ৩ মার্চ বিকেলে লোহাগাড়ায় পৌঁছেছেন লোহাগাড়া মা-মনি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম. এ. কাশেম।

লোহাগাড়ায় পৌঁছলে তাঁকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কিল্লার আন্দর ব্লাড ব্যাংক, লোহাগাড়া দরিদ্র তহবিল কল্যাণ সংস্থা, আখতারাবাদ কুমিরাঘোনা ছাত্র-যুব ঐক্য পরিষদ, লোহাগাড়া টাইগার ক্লাব ও সাতগড় ইয়ং ষ্টারের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণ লোহাগাড়া প্রতিনিধি এম এম আহমদ মনির ও লোহাগাড়ানিউজ২৪ডটকম’র সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক।
এম. এ. কাশেম বলেন, যারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে ধন্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। লোহাগাড়ায় চিকিৎসাসেবা উন্নয়নে কাজ করতে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারী কলকাতার জাদবপুর বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে “জীবনানন্দ স্মৃতি সম্মান” ও “কথামানবী” সম্মাননা স্মারক এবং ক্রেস্ট প্রদান করেন। -খবর প্রেস বিজ্ঞপ্তির