এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম. ইব্রাহিম কবির।
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস.কে. সামশুল আলম ও শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর প্রমুখ।
সভায় ৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।