এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ নুরুল ইসলাম প্রকাশ বানু (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে আমিরাবাদ স্কুল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই মোঃ বেলাল।
গ্রেফতার বানু উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ইসমাঈল চৌকিদার পাড়ার মোঃ কালু মিয়ার ছেলে।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতোপূর্বে লোহাগাড়া থানায় ৩টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। একইদিন সকালে তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।