ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

43754126_481481479029211_442788738553085952_n

এলনিউজ২৪ডটকম : “কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” এ শ্লোগানকে সামনে রেখে লোহাগাড়ায় যথাযথভাবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর শনিবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম।

বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীনিবাস দাশ সাগর, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, আধুনগর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান শিবুরঞ্জন পাল, শিক্ষক নেতা সুনীল কুমার চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া শাখার সভাপতি প্রকৌশলী রতন দাশ, সাধারণ সম্পাদক রিটন দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী মুহাম্মদ গিয়াস উদ্দিন, আতিকুর রহমান ও মোঃ ইউনুচ।

আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!