এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ফরেষ্ট অফিস এলাকায় ৬ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭টায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত হাফেজ মাওলানা মোসলেম উদ্দিন (৩৪) সাতকানিয়া উপজেলার বাজালিয়া শফির বাড়ির আবদুল খালেকের পুত্র। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই প্রভাত কর্মকার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম অভিমুখী একটি বাসে তল্লাশী চালিয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ হাফেজ মাওলানা মোসলেম উদ্দিনকে আটক করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার) জানান, আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, চলবে। মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।