এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চরম্বায় অবৈধ করাতকল সীলগালা ও ২শ ঘনফুট কাঠ জব্দ করেছে বন বিভাগ। শুক্রবার (৪ জুন) সকাল সাড়ে ১১টায় ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি জানান, চরম্বা নয়াবাজার এলাকায় বদ ফকিরের মালিকানাধীন করাতকলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় করাতকল সীলগালা করে দেয়া হয়েছে। ধ্বংস করা হয়েছে করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ। অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, করাতকলের পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে ২শ ঘনফুট বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। জব্দকৃত কাঠ বনবিভাগের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে।