
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের হাঙ্গরকুলের হাঙ্গরখাল থেকে অবৈধভাবে উত্তোলিত ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। সাথে ছিলেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, হাঙ্গরখাল থেকে সেলোমেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি মহল। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারী পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।

তবে অবৈধভাবে বালু উত্তোলনের মেশিন ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করে দেয়া হয়েছে। অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।