Home | দেশ-বিদেশের সংবাদ | এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক গেলেন এমপি লতিফ

এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক গেলেন এমপি লতিফ

নিউজ ডেক্স : চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদ সদস্য (এমপি) এম এ লতিফকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তিনি ব্যাংকক হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নেয়া হয়।

সংসদ সদস্য এম এ লতিফের পারিবারিক সূত্রে জানা গেছে, করোনার প্রাদুর্ভাব শুরু থেকে এম এ লতিফ তার সংসদীয় এলাকায় ব্যাপক ত্রাণ তৎপরতাসহ করোনা প্রতিরোধে নানান কর্মসূচি পালন করে আসছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত মে এবং জুন মাসে তাকে দুই দফায় চট্টগ্রাম মহানগরের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সম্প্রতি কয়েকদিন ধরে তার উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে।

চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন জানান, এম এ লতিফ এমপি ব্যাংকক হাসপাতালে নিয়মিত চিকিৎসা এবং চেকআপ করাতেন। এখন বৈশ্বিক করোনা মহামারিতে ফ্লাইট যোগাযোগ বন্ধ থাকায় আজ বিশেষ ব্যবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠানো হয়েছে।

এদিকে এম এ লতিফ ব্যাংক যাবার প্রাক্কালে তার সংসদীয় এলাকার জনগণসহ দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!