Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ার প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের শয্যাপাশে ড. নদভী এমপি

লোহাগাড়ার প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের শয্যাপাশে ড. নদভী এমপি

image_printপ্রিন্ট করুন

Final pic-001

এলনিউজ২৪ডটকম : সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত দৈনিক আজাদীর চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলীয় প্রতিনিধি, লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিনের শয্যাপাশে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি।

গত ২৯ নভেম্বর সন্ধ্যায় লোহাগাড়া সিটি হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক জামাল উদ্দিনের চিকিৎসার খোঁজ খবর নেন, চিকিৎসকদের সাথে কথা বলেন এবং অতীতের ন্যায় চিকিৎসা ব্যয় নির্বাহের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নুরুল আবছার চৌধুরী, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ আহমদ লিটন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা এইচ এম গণি স¤্রাট, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোহাম্মদ জহির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজান, স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব ও সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম শাহাদত হোসাইন শাহেদ, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ মোরশেদুল আলম নিবিল, সাতকানিয়া উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন বেলাল। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক জামাল উদ্দিন আমিরাবাদের বাসা থেকে বের হয়ে লোহাগাড়া উপজেলার দিকে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ড. নদভী এমপি’র প্রেস সচিব অধ্যাপক শাব্বির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!