এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান। সভাপতিত্ব এবং শপথবাক্য পাঠ করান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. আবু তাহের। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরী।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার, ব্যবসায়ী শাহাবুদ্দীন চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রথম আলো প্রতিনিধি কাইছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক গ্লোবাল টিভির এরশাদ আলম, অর্থ সম্পাদক দৈনিক সকালের সময়ের মোজাহিদ হোছাইন সাগর, প্রচার সম্পাদক বাংলা এডিশনের এহতেশামুল হক রাব্বী, দপ্তর সম্পাদক বিজয় টিভির মোক্তার হোসেন, ক্রীড়া-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক সময়ের আলোর আরিফুল ইসলাম রিফাত, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে দৈনিক ভোরের ডাকের অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, দৈনিক আজাদীর মোহাম্মদ মারুফ, দৈনিক যুগান্তরের জাহেদুল ইসলাম, দৈনিক দিনকালের দেলোয়ার হোসেন রশিদী, দৈনিক প্রতিদিনের সংবাদের রায়হান সিকদার, এশিয়ান টিভির সাইফুল ইসলাম, দৈনিক আনন্দ বাজারের আবুল কালাম আজাদ, আনন্দ টিভির আবদুল ওয়াহাব, সাধারণ সদস্য যথাক্রমে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সাত্তার সিকদার, দৈনিক খবরপত্রের আতাউর রহমান মাসুদ ও দৈনিক নিউজ চাটগাঁ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর উপজেলা পরিষদের হল রুমে লোহাগাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।