এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় পরকিয়ায় আসক্ত প্রেমিক যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সদর বটতলী স্টেশনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের ওয়াজ উদ্দিন সিকদার পাড়ার মৃত নুরুল কবিরের পুত্র মোহাম্মদ অহিদুল ইসলাম (৩০) ও লোহাগাড়া সদর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের মৌলভী পাড়ার নবী হোছেনের কন্যা নুর আয়েশা বেগম (২৮)। এ ঘটনায় নুর আয়েশা বেগম স্বামী নাছির উদ্দিন (৪০) বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তিনি কক্সবাজারের চকরিয়া থানার ঢেমুশিয়া ৬ নাম্বার ওয়ার্ডের ঢেমুশিয়া গান্ধী পাড়ার বাদশা মিয়ার পুত্র। বর্তমানে লোহাগাড়া উপজেলা সদরের পুরাতন থানা রোডস্থ এক ভাড়া বাসায় থাকেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১০ সালের নুর আয়েশা বেগমের সাথে নাছির উদ্দিনের বিয়ে হয়। তখন থেকে চাকুরির সুবাধে স্বামী নাছির উদ্দিন স্ত্রীকে নিয়ে পুরাতন থানা রোডস্থ এক ভাড়া বাসায় বসবাস করে আসছেন। বিয়ের কিছুদিন পর থেকে আসামিরা একে অপরের সাথে পরকিয়া সম্পর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে বিষয়টি জানতে আসামিদেরকে সতর্ক করে দেয় স্বামী নাছির উদ্দিন। এরপর থেকে পরকিয়া প্রেমিক অহিদুল ইসলামের ইন্দনে প্রেমিকা নুর আয়েশা বেগম তার স্বামীকে শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছিল। গত শনিবার (১২ মার্চ) দুপুরে স্বামী নাছির উদ্দিন তার ভাড়া বাসা থেকে কর্মস্থলে যান। সেই সুযোগে পরকিয়া প্রেমিক অহিদুল ইসলাম প্রেমিকার বাসায় এসে ব্যাভিচারে লিপ্ত হয়। দিনগত রাত সাড়ে ১২টার দিকে স্বামী নাছির উদ্দিন কর্মস্থল থেকে বাসায় যান। এ সময় বাসার ভেতর পরকিয়া প্রেমিক যুগলকে দেখে ফেলেন। এ সময় স্বামী নাছির উদ্দিনকে মারধর পূর্বক অন্ডকোষ চেপে ধরে হত্যার উদ্দেশ্যে নাক ও মুখে বালিশ চাপা দেয় এবং গলা চেপে শ্বাসরোধ করে। এক পর্যায়ে পরকিয়া প্রেমিক যুগল বাসা থেকে পালিয়ে যায়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরকিয়া প্রেমিক যুগলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় প্রেমিকা নুর আয়েশা বেগমের স্বামী নাছির উদ্দিন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সোমবার (১৩ এপ্রিল) পরকিয়া প্রেমিক যুগলকে আদালতে সোপর্দ করা হবে।