ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | পশুবাহী ট্রাকে পুলিশের চাঁদাবাজির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা : পুলিশ সুপার

পশুবাহী ট্রাকে পুলিশের চাঁদাবাজির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা : পুলিশ সুপার

38858680_355971971605813_5850137922673573888_n

নিউজ ডেক্স : আসন্ন কোরবানি উপলক্ষে বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামে আসা পশুবাহী ট্রাকে পুলিশের চাঁদাবাজির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা। ১১ আগস্ট শনিবার চট্টগ্রাম নগরীর হালিশহরে জেলা পুলিশ লাইনে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পুলিশ সুপার বলেন, ‘সামনের কোরবানিতে পশু পরিবহনের ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ শুনতে চাই না।যদি পশুবাহী কোনো ট্রাক থেকে পুলিশ সদস্যদের চাঁদা আদায়ের তথ্য পাওয়া যায় তাহলে কঠোর অাইনি ব্যবস্থা নেয়া হবে।’

এসময় তিনি জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘এখন সবার হাতে হাতে স্মার্টফোন, এ ধরনের কোনো ঘটনা ঘটলে ছবি তুলে যেন আমাদের দেওয়া হয়। অনেক সময় পুলিশ সদস্যরা সরাসরি নন, দালালরাও চাঁদাবাজি করেন। সেই তথ্যও যদি আমরা পাই, তবে দোষীদের বিরুদ্ধে যথাযথ অাইনি পদক্ষেপ নেব।’

মহাসড়কে কোনো ধরনের পশুর বাজার বসতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘মহাসড়কে কোনোভাবেই কোরবানির প্রাণির বাজার বসতে দেওয়া হবে না। তিন শিফটে আমাদের তিনহাজার পুলিশ সদস্য চব্বিশ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। হাইওয়ে পুলিশও আমাদের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এছাড়া সুনির্দিষ্ট তথ্য ছাড়া সড়কে কোরবানির গরু বোঝাই কোনো ট্রাক থামানো যাবে না। মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশকে এই বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ রেজাউল মাসুদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সৌম্য তালুকদার, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম, জেলা ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক সমিতির মহাসচিব আবু মোজাফফর আহমেদ এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মুছা ও জেলার বিভিন্ন হাটের ইজারাদাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!